Value Marketing
আসসালামুআলাইকুম
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আজকের এই পোস্টটি হচ্ছে Value Marketing সম্পর্কে।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে Value দিয়ে ও কি মার্কেটিং করা যায়? তাই না। জি ভাই Value Added Service ও একটা মার্কেটিং এর আওতায় পরে। যার কারন হলো আমরা যখন কোন পন্য বিক্রয় করার জন্য একটা Add Run করি তা কিন্তু অনেক জন লোকের কাছে পৌছায়। Add দেখার পর বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে এই প্রশ্ন গুলো নিয়ে মানুষরা আপনার Add এ বিভিন্ন কমেন্ট করে বা আপনার Inbox Massage দিয়ে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে তাদের সকল প্রশ্ন এবং সমস্যার সমাধান দেওয়া। আপনি যদি আপনার কাস্টমারের সকল প্রশ্নের উত্তর এবং সকল সমস্যার সমাধান যথাসময়ে দিতে না পারেন তা হলে এতে আপনার Add এর অনেক ক্ষতি হতে পারে। যেমনঃ
১।কাস্টমারদের
আপনার প্রতি আস্থা হারাতে পারে।
২।কাস্টমাররা
আপনার Add দেখে Fake কমেন্ট করতে পারে।
৩।আপনার Business Page এ খারাপ Revew দিতে পারে তাছাড়া আরও অনেক ক্ষতি হতে পারে।
তাই আপনার উচিত আপনার কাস্টমারদের যথাসম্ভব Value দেওয়া। তারা আপনার পন্য কিনুক বা না কিনুক আপনার উচিত তাদের সাথে সামাজিক যোগাযোগ বজায় রাখা। মাঝে মাঝে কাস্টমারদের Broadcast এর মাধ্যমে Offer দেওয়া ইত্যাদি। এতে করে ডিজিটাল মার্কেটিং জগতে আপনার সুনাম কেউ ক্ষুন্ন করতে পারবেনা। খুব অল্প সময়ে আপনার ব্যবসায় Top Ranking আসতে পারে। Market Place এ কাস্টমাররা আপনাকে বিস্বাস করবে।
আশাকরি তথ্যটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।

No comments:
Help us with your important comments in the comment box below our post to get any of your problems resolved. So that we can post about the solution of your new problem. Your important comments are very important to us. Everyone will be fine and healthy. God bless you.