আসসালামুআলাইকুম
আশাকরি
আপনারা সবাই ভালো আছেন। Digital Service Provider এর পক্ষ থেকে
আপনাদের কে স্বাগতম।
আপনারা সবাই হয়তো মার্কেটিং
সম্পর্কে ধারনা রাখেন।
কিন্তু Digital Marketing
কি এবং কি ভাবে
তা করতে হয় তা
হয়তো কিছু সংখ্যক লোক
আছে যারা জানে। এই
Post এ আমি আপনাদের মাঝে কিছু প্রশ্ন তুলে ধরতে চাই তা হলোঃ
১। মার্কেটিং
কি?
উত্তরঃ উত্তরটা
বেশি বড় করবো না। মার্কেটিং হচ্ছে, জনগনের অভাব পূরণের উদ্দেশ্যে সাধারনত যে সকল পন্য
দ্রব্য, সেবা নিয়ে বাজার জাতকরন করা হয় তাই হলো মার্কেটিং।
২।মার্কেটিং
কি ভাবে করতে হয়?
উত্তরঃ ইতি
পূর্বে আমরা জেনে আসছি যে মার্কেটিং কি। আসলে কথা কি জানেন যে ব্যক্তি মার্কেটিং কি
তা বুঝে তাহলে সে এটা ও বুঝে যে মার্কেটিং কি ভাবে করতে হয়। তবু ও আপনাদের জানার সুবিধার্থে
ছোট একটি উত্তর দিতে চাই। আপনি আপনার দৈনন্দিন জীবনের অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য
যে সকল কর্মকান্ডে জড়িত থাকেন তাই হলো মার্কেটিং করার কৌশল।
আশাকরি তথ্যটি
ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

No comments:
Help us with your important comments in the comment box below our post to get any of your problems resolved. So that we can post about the solution of your new problem. Your important comments are very important to us. Everyone will be fine and healthy. God bless you.